২২ জানুয়ারি, ২০১৭ ১৬:১৪

ঘাটাইলে বাস খাদে পড়ে নিহত ১ , আহত ২০

ঘাটাইল(টাঙ্গাইল) প্রতিনিধি


ঘাটাইলে বাস খাদে পড়ে নিহত ১ , আহত ২০

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় আজ রবিবার সকালে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের পাকুটিয়ায় নামক স্থানে একটি যাত্রীবাহী  বস উল্টে খাদে পড়ে গিয়ে ১ জন নিহত ও ২০ জন যাত্রী আহত হয়েছে। 

পুলিশ জানায়, প্রান্তিক পরিবহনের যাত্রীবাহী একটি বাস টাঙ্গাইল যাচ্ছিল। (ঢাকা-মেট্রো -জ ১১-০৯২৩) নম্বরধারী বাসটি উপজেলার পাকুটিয়া এলাকার মাথালবাড়ি ব্রীজের কাছে পৌছলে ওভারটেকিং করতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে ব্রীজের রেলিং ভেঙ্গে প্রায় ২০ ফুট নীচে খালে পরে যায়। এ মর্মান্তিক দুঘটর্নায় অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছে। বাসটিতে ৩০-৩৫ জন যাত্রী ছিল বলে উদ্ধার কর্মীদের কাছ থেকে জানাগেছে। 

খবর পেয়ে স্থানীয় জনতা দ্রুত আহতদের উদ্ধার করে মধুপুর ও ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে প্রেরন করে। পরে পুলিশ ও ফয়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযানে অংশ নেয়। গুরত্বর আহত অবস্থায় ১২ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো  হয়েছে। তাদের অবস্থা আশংকাজনক বলে জানা যায়। 


ঘাটাইল প্রতিনিধি, টাঙ্গাইল।

বিডি-প্রতিদিন/ ২২ জানুয়ারি, ২০১৬/ আব্দুল্লাহ সিফাত-২১

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর