২২ জানুয়ারি, ২০১৭ ১৮:৩৬

চেয়ারম্যানের 'রাজকীয়' ভোজের আয়োজনে মিশ্র প্রতিক্রিয়া

পিরোজপুর প্রতিনিধি

চেয়ারম্যানের 'রাজকীয়' ভোজের আয়োজনে মিশ্র প্রতিক্রিয়া

পিরোজপুর জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মহিউদ্দীন মহারাজ তার জয়লাভের জন্য রাজসিক শোকরানা মিলাদ মাহফিল করেছে। রবিবার দুপুরে ভান্ডারিয়া উপজেলার তেলিখালি ইউনিয়নে তাদের মালিকানাধীন হরিনপালা ইকোপার্কে আয়োজিত শোকরানা মিলাদ মাহফিলে প্রায় ৫ হাজার লোকের রাজকীয় ভোজের ব্যবস্থা করা হয়। সুসজ্জিত প্যন্ডেলে শতাধিত সেচ্ছাসেবী এ আয়োজন তদারকি করে। এ আয়োজনে উপস্থিত ছিলেন মন্ত্রী, বর্তমান এমপি, সাবেক এমপির পাশাপাছি ছিলেন অন্য জেলার প্রভাবশালী পৌর মেয়রও। এছাড়া পিরোজপুর জেলা ও উপজেলার জন প্রতিনিধিরা।

জেলা পরিষদ নির্বাচনের আগে একই স্থানে জেলার জনপ্রতিনিধি ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দকে আমন্ত্রণ জানিয়ে এ ধরনের আয়োজনে মতবিনিময সভা করেছিল জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় উপ কমিটির সহ সম্পাদক মহিউদ্দীন মহারাজ। তার এ ধরনের আয়োজন নিয়ে জেলা চলছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ বিষয়টিকে ইতিবাচক মনে করছেন, আবার অনেকেই কোটি টাকা ব্যয়ে রাজসিক আয়োজনের বিষয়টি নিয়ে সমালোচনা করছে।

বিডি-প্রতিদিন/২২ জানুয়ারি, ২০১৭/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর