২২ জানুয়ারি, ২০১৭ ২১:২৪

সাংবাদিক নাজমুলের মুক্তির দাবিতে টঙ্গীতে প্রতিবাদ সভা

টঙ্গী প্রতিনিধি

সাংবাদিক নাজমুলের মুক্তির দাবিতে টঙ্গীতে প্রতিবাদ সভা

নাজমুল হুদা

একুশে টেলিভিশন ও বাংলাদেশ প্রতিদিনের সাভার প্রতিনিধি নাজমুল হুদার ওপর পুলিশের অমানবিক নির্যাতন বন্ধ ও একের পর এক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে রবিবার টঙ্গী থানা প্রেসক্লাবের উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

এ সময় বক্তব্য রাখেন টঙ্গী থানা প্রেসক্লাবের সভাপতি এম এম হেলাল উদ্দিন, সহ-সভাপতি মাহাবুবুল আলম, সাংবাদিক হাজী মনির উদ্দিন, মোহাম্মদ আলম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ভূইয়া, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, প্রচার সম্পাদক মৃণাল চৌধুরী সৈকত, কাজী রফিক, সাংবাদিক অলিদুর রহমান অলি, জাকির হোসেন, আজাদ, তাওহিদুল ইসলাম, এস এম মাসুদ, জুয়েল পাঠান, অমল চন্দ্র ঘোষ লিটন, আনোয়ার হোসেন প্রমুখ।

সভায় বক্তারা অনতিবিলম্বে সাংবাদিক নাজমুল হুদার ওপর অমানবিক নির্যাতন বন্ধ ও একের পর এক মিথ্যা মামলা প্রত্যাহারের পাশাপাশি উদ্দেশ্যপ্রণোদিত হয়ে সাংবাদিক হয়রানি করায় আশুলিয়া থানার ওসিসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিচারের দাবি জানান।

বক্তারা বলেন, কতিপয় পুলিশ কর্মকর্তা বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার উদ্দেশ্যে কৌশলে আইনজীবী, সাংবাদিক, চিকিৎসক, আওয়ামী লীগ নেতাকর্মী ও সাধারণ মানুষকে নানাভাবে হয়রানী ও নির্যাতন করছে। এই কারণে পুলিশ দেখলে সাধারণ মানুষ এখন ভয় পায়। অথচ, পুলিশ দেখলে মানুষ নিজেকে নিরাপদ মনে করবে- এমনটাই হওয়ার কথা। গুটিকয়েক পুলিশের কারণে পুরো পুলিশ বাহিনীর বদনাম হচ্ছে। এদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে মানুষ পুলিশের প্রতি আস্থা একেবারেই হারিয়ে ফেলবে। এতে পুলিশের সকল অর্জনও ম্লান হয়ে যাবে।

বিডি-প্রতিদিন/এস আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর