২২ জানুয়ারি, ২০১৭ ২২:৩০

কুষ্টিয়ায় আ.লীগ নেতার গুলিতে ২০ গ্রামবাসী আহত

অনলাইন ডেস্ক

কুষ্টিয়ায় আ.লীগ নেতার গুলিতে ২০ গ্রামবাসী আহত

প্রতীকী ছবি

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় ছালামত নামে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার গুলিতে অন্তত ২০ গ্রামবাসী আহত হয়েছেন। রাস্তা নির্মানকে কেন্দ্র করে রবিবার (২২ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার পিয়াপুর ইউনিয়নের কামালপুর বাজারে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- হামিদ (৪৫), সাদ্দাম (৩২), মরজেম (৫৫), ঝন্টু (২৫), মতিয়ার (৪৮), দুলাল (৫০), ফরিদ (৩৮), সুজন (২৮), খবির (৪৬), রাসেল (২২), শহিদ (৪০), লিটন (২২), হাসান জর্দার (৪০), রবিউল (৪৫), রিয়াজ মোল্লা (৩২), ছাবদেল (৫০), মন্টু (৪৮), হাসান (৫০) ও মুন্তাজ (৩৮) সহ অন্তত ২০ জন গ্রামবাসী।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ কবীর হোসেন বলেন, কামালপুর বাজারের মধ্য দিয়ে গ্রামবাসীর যাতায়াতের জন্য রাস্তা নির্মাণ করা হচ্ছিল। কিন্তু রাস্তাটি ছালামত নামে আওয়ামী লীগ নেতার বাড়ির পাশ দিয়ে হওয়ায় তিনি এতে দ্বিমত পোষণ করেন। এ নিয়ে সন্ধ্যায় গ্রামবাসীর সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি ক্ষিপ্ত হয়ে গ্রামবাসীর উদ্দেশে কয়েক রাউন্ড শটগানের গুলি ছোড়েন। এতে ২০ জন আহত হন। আহতদের উদ্ধার করে স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়েছে। পুলিশ ছালামতকে আটক করেছে।


বিডি-প্রতিদিন/এস আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর