২৩ জানুয়ারি, ২০১৭ ১৫:৫৫

'শিক্ষায় কোন দুর্নীতি মেনে নেওয়া হবে না'

মশিউর রহমান মাসুম, মোরেলগঞ্জ:

'শিক্ষায় কোন দুর্নীতি মেনে নেওয়া হবে না'

শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব ও উচ্চ মাধ্যমিকের উপবৃত্তি প্রকল্প পরিচালক শ্যামা প্রসাদ বেপারী বলেছেন, 'প্রতিটি নাগরিককে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। নয়তো মানুষ হবে এদেশের বোঝা। তাই সুশিক্ষা নিশ্চিত করতে শিক্ষায় কোন দুর্নীতি মেনে নেওয়া হবে না। বৃত্তিমূলক শিক্ষা শতভাগ দুর্নীতিমুক্ত থাকবে’। তিনি আজ বাগেরহাটের মোরেলগঞ্জে উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের একটি ট্রেডে দক্ষতা অর্জন বিষয়ক চাহিদা নিরূপণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ওবায়দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন, বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মমিনুর রশীদ, উপজেলা চেয়ারম্যান আ্যড. শাহ্-ই-আলম বাচ্চু, জেলা শিক্ষা অফিসার মো. জাকিরুল হক, মহিলা ভাইচ চেয়ারম্যান আজমীন নাহার। কর্মশালায় উচ্চ মাধ্যমিকে উপবৃত্তির আওতায় ২৭ টি শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, ২০ জন শিক্ষার্থী ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

বিডি প্রতিদিন/মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর