২৩ জানুয়ারি, ২০১৭ ১৭:১০

সাংবাদিক নাজমুল হুদাকে হয়রানির প্রতিবাদে রায়পুর প্রেসক্লাবে জরুরি বৈঠক

মো. মোস্তফা কামাল, রায়পুর (লক্ষ্মীপুর):

সাংবাদিক নাজমুল হুদাকে হয়রানির প্রতিবাদে রায়পুর প্রেসক্লাবে জরুরি বৈঠক

ফাইল ছবি

বাংলাদেশ প্রতিদিনের সাভার প্রতিনিধি নাজমুল হুদার নিঃশর্তে মুক্তি এবং মিথ্যা মামলা প্রত্যাহার ও হয়রানির বিরুদ্ধে লক্ষ্মীপুরের রায়পুর প্রেসক্লাবের উদ্যোগে আজ দুপুরে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। ভোরের কাগজ প্রতিনিধি ও রায়পুর প্রেসক্লাবের সভাপতি শংকর মজুমদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ক্লাবের সাধারণ সম্পাদক ও ইত্তেফাক প্রতিনিধি এম আর সুমন, দৈনিক ইনকিলাব প্রতিনিধি হারুনুর রশিদ, প্রথম আলো প্রতিনিধি এ বি এম রিপন, যুগান্তর প্রতিনিধি তবারক হোসেন আজাদ, দিনকাল প্রতিনিধি মাহবুবুল আলম মিন্টু, দৈনিক জনতা প্রতিনিধি মিজুনুর রহমান মোল্যা, মানবজমিন প্রতিনিধি মো. আব্দুল লতিফ, জনকন্ঠের প্রতিনিধি বাবু প্রদীপ কুমার রায়, আমাদের সময়ের প্রতিনিধি নুরুল আমিন দুলাল ভূঁইয়া ও সাংবাদিক মো. মোস্তফা কামাল প্রমুখ।

বক্তারা অবিলম্বে নাজমুল হুদার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার, নিঃশর্ত মুক্তি ও পুলিশি নির্যাতনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। এছাড়া প্রতিহিংসামূলক একের পর এক মিথ্যা মামলা দায়ের করায় তীব্র নিন্দা জ্ঞাপন করেন। 

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর