২৩ জানুয়ারি, ২০১৭ ১৮:২৩

উল্লাপাড়ায় পিঠা উৎসব

সিরাজগঞ্জ প্রতিনিধি:

উল্লাপাড়ায় পিঠা উৎসব

গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পৌষ পিঠা প্রদর্শনের লক্ষ্যে 'এসো মিলি বাঙ্গালীর প্রাণের উৎসবে' শ্লোগানে সোমবার সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা পরিষদ চত্ত্বরে জাক-জমক পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

পিঠা উৎসবের উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকা। উৎসবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩৫টি পিঠার স্টল স্থাপন করা হয়। স্টল গুলোতে দুধ পুলি, পাকান পিঠা, কুশলি পিঠা, ভাপা পিঠা, পাটিসাপ্টা পিঠা, তেলের পিঠা, রস পিঠা, কুশলি পিঠা, গোপাল ফুল পিঠাসহ নানা পদের প্রায় ১৩০ রকমের বাহারি পিঠা প্রদর্শন করা হয়। উৎসবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী অংশ নিয়ে পিঠা তৈরী ও বিক্রি করেন। উৎসব স্কুলের ছাত্র-ছাত্রীসহ বিপুল পরিমাণ দর্শকের সমাগম ঘটে।

স্কুলছাত্রী মিনা খাতুন, লিপি, রুনা সহ অনেকে জানান, এ ধরনের মেলায় এসে বাহারী রকমের পিঠা দেখে মন ভরে যায়। প্রতি বছর এ ধরনের আয়োজন করলে বাঙ্গালী ঐতিহ্য আবারো আমাদের মাঝে ফিরে আসবে।

বিডি-প্রতিদিন/ ২৩ জানুয়ারি, ২০১৬/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর