২৪ জানুয়ারি, ২০১৭ ১৪:০৬

রায়পুরে ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

রায়পুরে ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু

উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে লক্ষ্মীপুরের রায়পুরে মঙ্গলবার দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে।

সকাল ১১টার দিকে উপজেলা প্রশাসন চত্বরে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রানী রায়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাস্টার আলতাফ হোসেন হাওলাদার, পৌর মেয়র হাজী ইসমাইল হোসেন খোকন, রায়পুর রুস্তম আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মামুনুর রশিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. কামাল হোসেন প্রমুখ। 

এ সময় উপজেলার বিভিন্ন স্কুল মাদ্রাসার অধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারি শিক্ষক ও ছাত্রছাত্রীসহ প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। ডিজিটাল উদ্ভাবনী মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় ৫০টি স্টল অংশ নিয়েছে। 

বিডি প্রতিদিন/২৪ জানুয়ারি, ২০১৭/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর