২৪ জানুয়ারি, ২০১৭ ১৭:৫০

টাঙ্গাইলে জেলা প্রশাসকের উদ্যোগে ব্যতিক্রমী ভ্রাম্যমাণ আদালত

টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলে জেলা প্রশাসকের উদ্যোগে ব্যতিক্রমী ভ্রাম্যমাণ আদালত

জনসচেতনা বৃদ্ধি ও সড়ক দুর্ঘটনায় জীবনের ঝুকি কমাতে সকল মোটরসাইকেল চালক এবং আরোহীদের হেলমেট ব্যবহার বাধ্যতামূলক নিশ্চিত করণের লক্ষে টাঙ্গাইলের জেলা প্রশাসন এক ব্যতিক্রমী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন।

 
এসময় শতাধিক মোটরসাইকেল আরোহীকে হেলমেট না থাকায় তাদের তাৎক্ষনিক হেলমেট ক্রয় করতে বাধ্য করেন ভ্রাম্যমাণ আদালত। 

মঙ্গলবার দুপুরে শহরের পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছাঃ মোমতাজ বেগমের নেতৃত্বে ভ্রম্যমাণ আদালত পরিচালনা করেন টাঙ্গাইল সদর সহকারি কমিশনার (ভূমি) আব্দুর রহিম সুজন, ফাহমি মোহাম্মদ সায়েফ ও মুনমুন জাহান লিজা। 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় হেলমেট বিহীন সকল মোটরসাইকেল আটক করা হয়। পরে মোটরসাইকেল চালক হেলমেট ক্রয় করে এবং তা ব্যবহার বাধ্যতামূলক করার প্রতিশ্রুতি দিলে তাদের মোটরসাইকেল ছেড়ে দেয়া হয়। এসময় টাঙ্গাইলের জেলা প্রশাসক মোঃ মাহবুব হোসেন উপস্থিত থেকে হেলমেট ক্রয় করা সকল মোটরসাইকেল চালক ও আরোহীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

 

বিডি প্রতিদিন/২৪ জানুয়ারি ২০১৭/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর