২৪ জানুয়ারি, ২০১৭ ১৮:৩৯

সিরাজগঞ্জে মাদক ও অস্ত্র মামলায় দুই যুবকের যাবজ্জীবন

আব্দুস সামাদ সায়েম, সিরাজগঞ্জ:

সিরাজগঞ্জে মাদক ও অস্ত্র মামলায় দুই যুবকের যাবজ্জীবন

সিরাজগঞ্জে মাদক মামলায় দুই যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আদালত অস্ত্র মামলায় ওই দুই যুবককে ১২ বছরের কারাদণ্ড দিয়েছেন। এছাড়া উভয় মামলায় প্রত্যেকের ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেয়া হয়। আজ মঙ্গলবার বিকাল চারটার দিকে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. জাফরোল হাসান আসামিদের উপস্থিতিতে এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্তরা হলো, কুষ্টিয়া জেলার মিরপুর থানার সাহেবনগর গ্রামের ছানোয়ারের ছেলে খোকন মিয়া (৩৫) ও মেহেরপুর জেলার গাংনী থানার সেকেন্দার হোসেনের ছেলে সবুজ হোসেন (৪০)।

মামলা সূত্রে জানা যায়, ২০১১ সালের ১০ আগস্ট রাতে সিরাজগঞ্জ রোড গোলচত্বর এলাকায় র‌্যাব-১২ সদস্যরা চেকপোষ্ট বসিয়ে মেহেরপুর থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের যাত্রীবাহী বাসে তল্লাশী চালায়। এসময় বাসের সিটের পিছন থেকে একটি দেশীয় অস্ত্র (এলজি), দুটি ১২ বোরের শর্টগানের কার্তুজ ও ৫শ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় বাসের সুপার ভাইজার খোকন মিয়া ও হেলপার সবুজ হোসেনকে আটক করা হয়। পরে র‌্যাব-১২র উপ-সহকারী পরিচালক (ডিএডি) নুরুল ইসলাম বাদী হয়ে সলঙ্গা থানায় মামলা দায়ের করেন। একই বছর ২২ সেপ্টেম্বর মামরার তদন্তকারী কর্মকর্তা সলঙ্গা থানার উপ-পরিদর্শক আব্দুল বাছেদ ওই দু'জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন। 

রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটির এ্যাড. আব্দুর রহমান ও আসামি পক্ষে এ্যাড. গোলাম হায়দার মামলাটি পরিচালনা করেন। 

বিডি প্রতিদিন/এ মজুমদার

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর