২৪ জানুয়ারি, ২০১৭ ২১:০২

স্কুলে নিয়োগ নিয়ে সংঘর্ষে প্রধান শিক্ষকসহ আহত ৭

লালমনিরহাট প্রতিনিধি:

স্কুলে নিয়োগ নিয়ে সংঘর্ষে প্রধান শিক্ষকসহ আহত ৭

মঙ্গলবার বিকেলে সদর উপজেলার হরিদেব দয়েজ উদ্দিন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে সংর্ঘষে প্রধান শিক্ষক শ্রী মনোরঞ্জন রায় সহ সাতজন আহত হয়েছেন। স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করেছেন।

জানা গেছে, লালমনিরহাট সদর উপজেলার হরিদেব দয়েজ উদ্দিন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোরঞ্জন রায় কম্পিউটার ডেমোনেস্ট্রেটর পদে শিরিনা বেগমকে নিয়োগ দেয়ার কথা বলে ৫ লক্ষ টাকা বিদ্যালয়ের উন্নয়নের জন্য অনুদান হিসেবে গ্রহন করেন। একই পদে স্থানীয় মাহবুবুর রহমান সরকার নামের আরও এক প্রার্থীকে নিয়োগ দেয়ার পায়তারা করায় ওই দিন শিরিনা বেগমের দেবর আরিফুল(১৮), ইকবাল(২৪) ও ইমান(৩০) সহ ৫/৬জন যুবক বিদ্যালয় চলাকালীন সময়ে ওই শিক্ষককে ব্যাপক মারধর করেন। এসময় ছাত্র/ছাত্রীরা এগিয়ে আসলে তাদের হামলায় ছয় ছাত্র আহত হয়।
আহতরা হলেন- প্রধান শিক্ষক মনোরঞ্জন রায়, ৬ষ্ঠ শ্রেণির ছাত্র আকরাম হোসেন, ১০ম শ্রেণির আতিকুল ইসলাম, মাহবুবুর রহমান, শরিফুল ইসলাম, ৮ম শ্রেণির নিশাত আমিন ও ৭ম শ্রেণির নাহিদ হোসেন। ঘটনার পর পরই বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীরা হামলাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল বের করেন।
অপরদিকে শিরিনা বেগমের বাড়িতেও ভাঙচুর চালায় ওই বিক্ষুব্ধ ছাত্ররা। খবর পেয়ে লালমনিরহাট সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।

প্রধান শিক্ষক মনোরঞ্জন রায় সাংবাদিকদের নিকট নিয়োগ বাণিজ্যের বিষয়টি অস্বীকার করে বলেন, ওই পদে ১২টি আবেদন পত্র জমা হয়েছে। যার নিয়োগ পরীক্ষা ২/৩ দিনের মধ্যে হওয়ার কথা ছিল। অপরদিকে চাকুরি প্রার্থী শিরিনা বেগম বলেন, আমাকে নিয়োগ দেয়ার কথা বলে প্রায় এক বছর ধরে ঘোরাচ্ছেন প্রধান শিক্ষক।

বিডি-প্রতিদিন/এস আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর