মানিকগঞ্জে গাড়িরচাপায় শাহাদাত হোসেন (৬০) নামে এক নৈশ প্রহরী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোরে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহাদাত হোসেনের বাড়ি মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায়। দেড় বছর ধরে তিনি ওই মার্কেটের নৈশ প্রহরী হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আলম জানান, ভোরে রাস্তা পার হওয়ার সময় কোনো গাড়ির চাপায় তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুুলিশ।
বিডি প্রতিদিন/২ ফেব্রুয়ারি ২০১৭/এনায়েত করিম