Bangladesh Pratidin

ঢাকা, সোমবার, ২১ আগস্ট, ২০১৭

ঢাকা, সোমবার, ২১ আগস্ট, ২০১৭
প্রকাশ : ৯ ফেব্রুয়ারি, ২০১৭ ১৮:৫৬ অনলাইন ভার্সন
আপডেট :
মৃত শিশুকে বুকে নিয়ে নদীতে ভাসছে মায়ের লাশ
দিনাজপুর প্রতিনিধি:
মৃত শিশুকে বুকে নিয়ে নদীতে ভাসছে মায়ের লাশ

দিনাজপুরে টাঙ্গন নদী থেকে অজ্ঞাত নারী ও এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা তারা মা-মেয়ে।

বৃহস্পতিবার দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার রনগাঁও ইউনিয়নের বনগাঁও ফার্মপাড়া বাঘেরঘাট এলাকায় টাঙ্গন নদীর তীরে অজ্ঞাতনামা ওই নারী ও শিশুর লাশটি অর্ধভাসমান অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

স্থানীয়রা ও পুলিশ জানায়, বৃহস্পতিবার সকাল আনুমানিক ৮টার দিকে এলাকাবাসী নদীর তীরে লাশ দু'টি ভাসতে দেখে স্থানীয় চৌকিদারকে খবর দেয়। চৌকিদার বোচাগঞ্জ থানাকে বিষয়টি অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। একইসঙ্গে নারী ও শিশুর লাশ ভাসছে শুনে নদীর দুই ধারে ব্যাপক মানুষের সমাগম ঘটে। পারিবারিক কলহ বা অন্য কোন কারণে নিজ সন্তানকে নিয়ে ওই নারী আত্মহত্যা করে থাকতে পারেন বলে মনে করছেন অনেকে। কেউ কেউ এটাকে হত্যাকাণ্ড বলেও ধারণা করছেন।

বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাবিবুল হক প্রধান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নারীর লাশের সাথে শিশুটি কাপড়ে বাঁধা থাকায় মনে হচ্ছে তারা মা-মেয়ে। তাদের পরিচয় পাওয়া যায়নি।

বিডি-প্রতিদিন/এস আহমেদ

আপনার মন্তব্য

up-arrow