Bangladesh Pratidin

ঢাকা, বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০১৭

ঢাকা, বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০১৭
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি, ২০১৭ ১৫:০৭ অনলাইন ভার্সন
আপডেট :
ফেনীতে ট্রাক ও পিকআপ সংঘর্ষে নিহত ২
জমির বেগ্, ফেনী প্রতিনিধি
ফেনীতে  ট্রাক ও পিকআপ সংঘর্ষে নিহত ২

ফেনীর লালপুলে ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আজ শুক্রবার সকালে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন-চট্রগ্রামের সীতাকুন্ডের সামছুল হুদার ছেলে পিকআপ চালক মো. আবছার ও একই এলাকার কবির আহম্মদের ছেলে যাত্রী ইসহাক আহমদ।

ফেনীর মহিপাল হাইওয়ে থানার উপ পরিদর্শক জহিরুল ইসলাম জানান, ভোরে চট্রগ্রামের মিরসরাই এলাকা থেকে কাঁচামাল বোঝাই একটি পিকআপ ভ্যান ফেনীর লালপুলে এসে রাস্তার পাশে থেমে থাকা একটি ট্রাকের পিছনে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপ ভ্যানটি সম্পূর্ণরুপে ধুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলেই তারা নিহত হন।

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে বলেও জানান তিনি।

বিডি প্রতিদিন/১০ ফেব্রুয়ারি ২০১৭/এনায়েত করিম

আপনার মন্তব্য

up-arrow