Bangladesh Pratidin

ঢাকা, শুক্রবার, ১৮ আগস্ট, ২০১৭

ঢাকা, শুক্রবার, ১৮ আগস্ট, ২০১৭
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি, ২০১৭ ১৫:৫৮ অনলাইন ভার্সন
আপডেট :
শৈলকূপায় ট্রাকচাপায় স্কুলছাত্র নিহত
শেখ রুহুল আমিন, ঝিনাইদহ
শৈলকূপায় ট্রাকচাপায় স্কুলছাত্র নিহত

ঝিনাইদহের শৈলকূপায় ট্রাকের নিচে চাপা পড়ে কবির হোসেন (১৪) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। রবিবার সকলে উপজেলায় সারুটিয়া ইউনিয়নের চরবাখরবা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কবির ওই গ্রামের টুটুল হোসেনের ছেলে এবং কাতলাগাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।

শৈলকূপা থানার ওসি তরিকুল ইসলাম জানান, সকালে স্কুলছাত্র কবির বাড়ি থেকে বাবার জন্য খাবার নিয়ে ঝিনাইদহের সীমান্তের খোকসা উপজেলার চাঁন্দট গ্রামের বালুর চরে যাচ্ছিল। পথিমধ্যে বালুচরে পৌঁছালে পেছন থেকে আসা একটি বালিবাহী ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় ট্রাকটি আটক করা হয়েছে।

বিডি-প্রতিদিন/১২ ফেব্রুয়ারি, ২০১৭/মাহবুব

আপনার মন্তব্য

up-arrow