Bangladesh Pratidin

ঢাকা, বুধবার, ২৩ আগস্ট, ২০১৭

ঢাকা, বুধবার, ২৩ আগস্ট, ২০১৭
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি, ২০১৭ ১৯:৪৪ অনলাইন ভার্সন
আপডেট :
টেকনাফে জোড়া খুন মামলার ৬ আসামির আত্মসমর্পন
টেকনাফ প্রতিনিধি:
টেকনাফে জোড়া খুন মামলার ৬ আসামির আত্মসমর্পন

কক্সবাজারের টেকনাফ হ্নীলা রঙ্গীখালীতে বহুল আলোচিত জোড়া খুন হত্যা মামলার ৬ আসামি আদালতে আত্মসমর্পন করেছেন। রবিবার কক্সবাজারে টেকনাফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৩নং আদালতে আসামিরা জামিনের আবেদন করলে বিচারক তাদের জামিন না মঞ্জুর করে কারাগারের প্রেরণের নির্দেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, বহুল আলোচিত রংগীখালী জোড়া খুনের হত্যা মামলার ২নং আসামি কবির আহমদের ছেলে হেলাল উদ্দিন, ফায়সাল, আসকর আলী, শাকের, মো: হোছেন বদাইয়া ও দেলোয়ার হোসেন সকালে মামলার দীর্ঘ ৩ বছর পর জামিন নিতে আসে। এসময় বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন।

উল্লেখ্য, মামলার বাদি শাহ আলম জানান, ২০১৩ সালের ২৪ অক্টোবর বেলা ১১ টায় রঙ্গীখালীতে স্থানীয় ছৈয়দুল আমিন ও শাহ জালাল প্রতিপক্ষের পরিকল্পিত হামলায় খুন হয়। এ ঘটনায় ২৯ অক্টোবর কক্সবাজার জুডিশিয়াল হাকীমের আদালতে মামলা দায়ের করে।  


বিডি প্রতিদিন/১২ ফেব্রুয়ারি ২০১৭/হিমেল

আপনার মন্তব্য

up-arrow