Bangladesh Pratidin

ঢাকা, মঙ্গলবার, ২২ আগস্ট, ২০১৭

ঢাকা, মঙ্গলবার, ২২ আগস্ট, ২০১৭
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি, ২০১৭ ১২:২৭ অনলাইন ভার্সন
আপডেট :
ময়মনসিংহে পিকনিকের বাস খাদে, আহত ২০
অনলাইন ডেস্ক
ময়মনসিংহে পিকনিকের বাস খাদে, আহত ২০

ময়মনসিংহের তারাকান্দায় পিকনিক বাস খাদে পড়ে ২০ শিক্ষার্থী আহত হয়েছে। আহত ২০ জনই শেরপুর জেলার ঝিনাইগাতী পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।

আহতদের কয়েকজন শিক্ষার্থী্কে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং পরবর্তীতে তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

জানা গেছে, শুক্রবার ঝিনাইগাতী পাইলট স্কুলের শিক্ষার্থীরা নারায়ণগঞ্জ থেকে পিকনিক শেষে বাসায় ফিরছিলেন। রাতে ময়মনসিংহের তারাকান্দার কাকনী এলাকায় তাদের বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

তারাকান্দার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "বাস উল্টে রাস্তার পাশে পড়ে যায়, এতে শিশুসহ ২০-২৫ জন আহত হয়। " 

তবে পিকনিক বাসটি কর্তৃপক্ষের অনুমতি নিয়ে জেলার বাইরে গিয়েছিল কি না এমন প্রশ্নে উত্তর দিতে পারেননি ওসি।

 


বিডি-প্রতিদিন/ ১৮ ফেব্রুয়ারি, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-২

আপনার মন্তব্য

up-arrow