১৯ ফেব্রুয়ারি, ২০১৭ ১৪:১৩

ফরিদপুরে পাসপোর্ট অফিসের দালাল আটক

ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরে পাসপোর্ট অফিসের দালাল আটক

ফরিদপুর শহরের গোল্ড সিটি মার্কেটে অভিযান চালিয়ে পাসপোর্ট অফিসের এক দালালকে আটক করেছে র‌্যাব সদস্যরা। রবিবার বেলা ১১টার দিকে এ অভিযান চালানো হয়।  
র‌্যাব-৮, ফরিদপুর ক্যাম্পের কমান্ডার জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের নিলটুলীস্থ গোল্ড মার্কেটের উজ্জ্বল ট্রেডার্সে অভিযান চালানো হয়। এসময় দোকান থেকে ২৬টি পাসপোর্ট, ৬৪ আবেদন ফরম, পাঁচটি পরিচয় পত্র, সিল, ল্যাপটপ ও তিনটি মোবাইল সেট উদ্ধার করা হয়। অভিযানের সময় দোকানের মালিক উজ্জ্বল কুমার দাসকেও আটক করা হয়।
র‌্যাব জানায়, দীর্ঘদিন ধরে উজ্জ্বল অবৈধ পন্থায় পাসপোর্টের দালালি করে আসছিলো। সে শহরের গৌরগোপাল এলাকার বাসিন্দা ও উজ্জ্বল ট্রেডার্সের মালিক। পরে আটক দালালকে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. পারভেজ মল্লিকের ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়। আদালত উজ্জলকে ৫২ হাজার টাকা জরিমানা ও এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে জেল হাজতে পাঠায়।

বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর