১৯ ফেব্রুয়ারি, ২০১৭ ১৬:০৫

কিশোরগঞ্জে হত্যা মামলায় একজনের ফাঁসি

কিশোরগঞ্জ প্রতিনিধি:

কিশোরগঞ্জে হত্যা মামলায় একজনের ফাঁসি

কিশোরগঞ্জে কৃষক আ: আজিজ হত্যা মামলায় একজনকে ফাঁসি ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

রবিবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোহাম্মদ আব্দুর রহমান এ রায় দেন। ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি হলেন নিকলী উপজেলার উত্তর দামপাড়া গ্রামের চানফর ভূঞা এবং যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি হলেন শাহীন ভূঞা।

মামলায় ১৩ জন আসামীর মধ্যে সামছুদ্দিন ভূঞা ও জজ মিয়া মামলা চলাকালীন সময়ে মারা যান। বিচারক রায়ে বাকি নয়জন আাসামিকে বেকসুর খালাস প্রদান করেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০০৮ সনের ১৮ এপ্রিল সকালে নিকলী উপজেলার দামপাড়া উত্তর নওয়ার হাটি গ্রামের জাহাঙ্গীর আলম বকুলের ছেলে ডেনির সাথে উত্তর দামপাড়া গ্রামের সামছুদ্দিনের তর্ক বিতর্ক হয়। এর জের ধরে বকুলের বাড়িতে ঢুকে তার বৃদ্ধা মাকে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে প্রতিপক্ষ। পরদিন বিকালে বকুল ও তার চাচা আ: আজিজ জুলু দামপাড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে আসামিরা তাদের ওপর হামলা চালায়। এ সময় আসামীরা বকুলের চাচা আ: আজিজ জুলুকে দেশিয় অস্ত্র সস্ত্র দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ব্যাপারে জাহাঙ্গীর আলম বকুল বাদি হয়ে ১৩ জনকে আসামী করে নিকলী থানায় একটি মামলা দায়ের করেন।

বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর