Bangladesh Pratidin

ঢাকা, শনিবার, ২১ অক্টোবর, ২০১৭

ঢাকা, শনিবার, ২১ অক্টোবর, ২০১৭
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি, ২০১৭ ১৭:৪৪ অনলাইন ভার্সন
আপডেট :
কলাপাড়ায় মশার উপদ্রপে অতিষ্ট এলাকাবাসী
উত্তম কুমার হাওলাদার, কলাপাড়া:
কলাপাড়ায় মশার উপদ্রপে অতিষ্ট এলাকাবাসী

পটুয়াখালীর কলাপাড়ায় মশার উপদ্রুপে হাজার হাজার মানুষ অতিষ্ট হয়ে পড়েছে। অতিরিক্ত হারে মশার জন্ম হওয়ায় দিনের বেলায়ও এর আক্রমণ থেকে রেহাই পাচ্ছে না মানুষ।

অনেকে বাসা-বাড়িতে মশা নিধন স্প্রে ব্যবহার করেও ঠেকাতে পারছে না এ আক্রমণ। অপরিচ্ছন্ন ড্রেনেজ ব্যবস্থা এবং পৌরশহরের অফিস মহল্লা সংলগ্ন খাল আটকে এক মাসের অধিক সময় ধরে কার্লভাটের কাজ করার জন্য পানি নষ্ট হয়ে র্দুগন্ধ ছড়ানোর পাশাপাশি ব্যাপকভাবে মশার সৃষ্টি হয়েছে বলে স্থানীয়দের আভিযোগ।

স্থানীয় লোকজন জানান, মশার এখন ভলোই উৎপাত শুরু হয়েছে। মশা নিধনে পৌর কর্তৃপক্ষের এগিয়ে আসা উচিৎ। এছাড়া মশার উৎপাত বেড়ে যাওয়ায় মশার কয়েলের চাহিদাও বেড়ে গেছে। প্রতিদিন শতশত মানুষ মশার আক্রমণ ঠেকাতে মশার কয়েল কিনছেন বলে জানান। অফিস মহল্লা এলাকার অধিবাসী মো. কবির তালুকদার জানান, বর্তমানে মশা লাখ লাখ নয়, কোটি কোটি। মশা নিধন ওষুধ স্প্রে করেও এদের আক্রমণ ঠেকানো যাচ্ছে না।

কলাপাড়া পৌরসভার সচিব মো.মাসুম বিল্লাহ্ জানান, মশা নিধনে আপাতত কোন ব্যবস্থা পৌরকর্তৃক্ষের নেই।

আগামীতে যাতে থাকে তার ব্যবস্থা করা হবে বলে তিনি সাংবাদিকদের জানান।  

বিডি প্রতিদিন/এ মজুমদার

আপনার মন্তব্য

up-arrow