২০ ফেব্রুয়ারি, ২০১৭ ১৮:৪৬

শহীদ মিনার গড়ছে মেহেরপুর মহিলা কলেজের ছাত্রীরা

মেহেরপুর প্রতিনিধি:

শহীদ মিনার গড়ছে মেহেরপুর মহিলা কলেজের ছাত্রীরা

মেহেরপুর সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা নিজেদের টাকায় গড়া শহীদ মিনারে ফুল দিয়ে এবার ভাষা শহীদদের সম্মান জানাবে। এজন্য কলেজের অধ্যক্ষ, শিক্ষার্থীরাও নির্মাণ শ্রমিকদের ইট কাঠ, সিমেন্ট বালি এগিয়ে দিয়ে সহযোগিতা করছে।

মেহেরপুর শহরের প্রাণকেন্দ্রে ১৯৮৫ সালে স্থাপিত মহিলা কলেজ বাউন্ডারির ভেতরে গিয়ে দেখা যায় কলেজের অধ্যক্ষ প্রফেসর এ কে এম সোলায়মান আলী, কলেজের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা নির্মাণকাজে ইট কাঠসহ অন্যান্য নির্মাণ সামগ্রি এগিয়ে দিয়ে সহযোগিতা করছে।

কলেজের ডিগ্রি ১ম বর্ষের ছাত্রি ফারহানা ইয়াসমিন জানান, সরকারি কোন বাজেট না থাকার কারণে তারা এবার নিজেরা চাঁদা দিয়ে শহীদ মিনার নির্মাণে সহযোগিতা করছি। নিজেদের টাকায় গড়া শহীদ মিনারে ভাষা শহীদদের সম্মান জানাতে পারবো এটা আমাদের কলেজের গর্বের ব্যাপার। কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী মুজিবনগরের মেরি সাথী মণ্ডল জানান, কলেজের সব শিক্ষার্থীই শহীদ মিনার গড়তে সামর্থ অনুযায়ী অর্থ সহযোগিতা দিয়েছে। পাপিয়া মণ্ডল নামের আরেক শিক্ষার্থী জানান, আমাদের কলেজটি সরকারি হবার পরেও শহীদ মিনার না থাকাটা ছিল আমাদের জন্য লজ্জার। তাই স্যারদের কাছে দাবি ছিল শহীদ মিনার নির্মাণের। স্যাররা তিন লক্ষ টাকার কথা জানায়। সামর্থ অনুযায়ি আমরা টাকা দিয়েছি।

কলেজের অধ্যক্ষ প্রফেসর এ, কে, এম, সোলায়মান আলী জানান কলেজের, শিক্ষার্থী ও শিক্ষকগণ মিলে আমরা শহীদ মিনার গড়ছি। এতদিন পৌর কেন্দ্রিয় শহীদ মিনারে আমরা ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতাম। এবার নিজেদের গড়া শহীদ মিনারে শ্রদ্ধা জানাবো।

বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর