২০ ফেব্রুয়ারি, ২০১৭ ২১:২৯

মেয়র মীরু ও তার ভাইয়ের রিমান্ড শুনানি ২৮ ফেব্রুয়ারি

অনলাইন ডেস্ক

মেয়র মীরু ও তার ভাইয়ের রিমান্ড শুনানি ২৮ ফেব্রুয়ারি

শাহজাদপুর পৌরসভার মেয়র হালিমুল হক মীরু

সাংবাদিক শিমুল হত্যা মামলার অধিকতর তদন্তের স্বার্থে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভার মেয়র হালিমুল হক মীরু ও তার ভাই হাবিবুল হক মিন্টুর বিরুদ্ধে দ্বিতীয় দফায় সাতদিন করে রিমান্ড আবেদন করেছে পুলিশ।

সোমবার বিকেলে মামলার তদন্তকারী কর্মকর্তা শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মনিরুল ইসলাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ রিমান্ড আবেদন করেন। এর প্রেক্ষিতে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক হাসিবুল হক আবেদনটি আমলে নিয়ে ২৮ ফেব্রুয়ারি রিমান্ড শুনানির দিন ধার্য করেন।

শাহজাদপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জিআরও আতাউর রহমান এ তথ্য জানান।

প্রসঙ্গত, ২ ফেব্রুয়ারি মেয়র গ্রুপ ও ছাত্রলীগের একাংশের সংঘর্ষ চলাকালে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে গুলিবিদ্ধ হন সাংবাদিক আব্দুল হাকিম শিমুল। পরদিন উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় মেয়র হালিমুল হক মীরু, তার ভাই মিন্টুসহ ১৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরো ২৫ জনকে আসামি করে শাহজাদপুর থানায় হত্যা মামলা করেন শিমুলের স্ত্রী নুরুন্নাহার খাতুন।

বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর