২১ ফেব্রুয়ারি, ২০১৭ ১৩:১৮

সিরাজগঞ্জে ফুল দিয়ে শহীদদের স্মরণ

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জে ফুল দিয়ে শহীদদের স্মরণ

যথাযোগ্য মর্যাদায় সিরাজগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসের শুরুতে বাজার স্টেশনস্থ মুক্তির সোপানে ফুলের তোড়া দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রশাসন, রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা। 

প্রথম প্রহরে রাত ১২টা এক মিনিটে মুক্তির সোপানে প্রথমে রাষ্ট্রের পক্ষে শহীদবেদীতে পুষ্পমাল্য অর্পন করেন জেলা প্রশাসক কামরুন্নাহার সিদ্দিীকা। এরপর সংসদ সদস্য ডা. মো. হাবিবে মিল্লাত মুন্না, পুলিশ সুপার মিরাজউদ্দিন আহম্মেদ ও প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা কেন্দ্রীয় শহীদ মিনার মুক্তির সোপানে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ভাষা শহীদদের। 

অন্যদিকে, আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় জেলা বিএনপি-ছাত্রদল-যুবদল-কৃষকদল কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন। এসময় বিএনপি নেতা নাজমুল হাসান তালুকদার রানা, হারুন-অর-রশিদ খান হাসান, রাশেদুল হাসান রঞ্জন, কৃষক দল নেতা সাইদুল ইসলাম, ছাত্রদল নেতা আনোয়ার হোসেন রাজেশ, মোরাদুজ্জামামন মুরাদ ও যুবদল নেতা লুৎফর রহমান ভুইয়া বক্তব্য রাখেন। 

বিডি প্রতিদিন/২১ ফেব্রুয়ারি ২০১৭/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর