২১ ফেব্রুয়ারি, ২০১৭ ১৫:৪৬

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

লক্ষ্মীপুর প্রতিনিধি

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে লক্ষ্মীপুরে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জেলা শিশু একাডেমির আয়োজনে জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দেড় শতাধিক শিক্ষার্থী তিনটি ইভেন্টে এ প্রতিযোগিতায় অংশ নেন। 

মঙ্গলবার সকাল ৮ টা ১৫ মিনিট থেকে ৯টা পর্যন্ত ১ম শ্রেণি থেকে ৩য় শ্রেণির শিক্ষার্থীরা উম্মুক্ত বিভাগে অংশ নেন। ৪র্থ থেকে ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা প্রভাতফেরি ও ৭ম থেকে ১০ শ্রেণির শিক্ষার্থীরা বায়ান্নর ভাষা আন্দোলন নিয়ে প্রতিযোগিতায় অংশ নেন। এদের মধ্য থেকে ১৫ জনকে বিজয়ী ঘোষণা করা হয়। 

এর আগে মহান একুশের প্রথম প্রহরে জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে গভীর শ্রদ্ধা জানিয়েছেন লক্ষ্মীপুরের সর্বস্তরের মানুষ। শ্রদ্ধা জানিয়েছেন লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামাল, জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী, পুলিশ সুপার আ স ম মাহতাব উদ্দিন,  র‌্যাব -১১ লক্ষ্মীপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুদ আলম প্রমুখ। 

 
বিডি প্রতিদিন/২১ ফেব্রুয়ারি, ২০১৭/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর