২১ ফেব্রুয়ারি, ২০১৭ ১৬:০৪

রায়পুরে ভাষা শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:

রায়পুরে ভাষা শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন

লক্ষ্মীপুরের রায়পুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে গভীর শ্রদ্ধা জানিয়েছেন রায়পুরের সর্বস্তরের জনগণ। সোমবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক, পেশাজীবি এবং রায়পুর প্রেসক্লাবের নেতৃবৃন্দ ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে গভীর শ্রদ্ধা জানান।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মাস্টার আলতাফ হোসেন হাওলাদার বিএসসি, রায়পুর পৌরসভার মেয়র হাজী ইসমাইল হোসেন খোকন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রানী রায়, সহকারী কমিশনার (ভূমি) উম্মে হানি, রায়পুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন, আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ মামুনুর রশিদ, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার নিজাম উদ্দিন পাঠান, জেলা আওয়ামী লীগ নেতা ও সাবেক মেয়র রফিকুল হায়দার বাবুল পাঠান, রায়পুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এম.এ করিম সাজু ও সাধারণ সম্পাদক নুরুল আমিন দুলাল ভূঁইয়া প্রমুখ।

এছাড়া উপজেলা পর্যায়ে ৫১টি উচ্চ বিদ্যালয়, ২৮টি মাদ্রাসা ও ৫টি কলেজ মহান মাতৃভাষা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বিভিন্ন কর্মসূচী পালন করে।

বিডি-প্রতিদিন/২১ ফেব্রুয়ারি, ২০১৭/মাহবুব

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর