২১ ফেব্রুয়ারি, ২০১৭ ১৬:৩৮

শেরপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

শেরপুর প্রতিনিধি:

শেরপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ১২.০১ মিনিটে শেরপুরের চকবাজারের কেন্দ্রীয় শহীদ মিনারে ৫২ ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে দিবসটির সূচনা করেন জেলা প্রশাসক ড. মলি­ক আনোয়ার হোসেন। এসময় পুলিশের পক্ষে শ্রদ্ধা জানান পুলিশ সুপার মোঃ রফিকুল হাসান গণি। 

রাতেই রাজনৈতিক দলগুলো মিছিল নিয়ে শহীদ মিনারে আসে। আওয়ামী লীগের পক্ষ থেকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চন্দন কুমার পালের নেতেৃত্বে ফুল দেওয়া হয়। অপর দিকে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জেলা চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান ও সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানুর নেতৃত্বে জেলা যুব মহিলা ও ছাত্রলীগের ব্যানারে বিশাল লোক বহর নিয়ে শ্রদ্ধা জনানো হয়। 

অন্যদিকে দীর্ঘদিন পর জেলা বিএনপি’র নেতেৃত্বে একটি বিশাল মিছিল শহর প্রদক্ষিণ করে শ্রদ্ধা জানায়। মিছিলের নেতৃত্ব দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী। ২১ ফেব্রুয়ারি সকালে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রভাত ফেরি করে শহীদ মিনারে এসে ফুলেল শ্রদ্ধা জানায়।

 

বিডি প্রতিদিন/২১ ফেব্রুয়ারি ২০১৭/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর