২১ ফেব্রুয়ারি, ২০১৭ ১৭:১৭

কলারোয়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

আরিফুল হক চৌধুরী, কলারোয়া(সাতক্ষীরা)

কলারোয়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

যথাযোগ্য মর্যাদায় সাতক্ষীরার কলারোয়া উপজেলায় পালিত হয়েছে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এ উপলক্ষে রাত ১২টা ১মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শুরু হয়।

এরপর আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং কলারোয়া থানার পক্ষ থেকে অফিসার ইনচার্জ এমদাদুল হক শেখের নেতৃত্বে চৌকস পুলিশ সদস্যের একটি দল পুষ্পমাল্য অর্পণ করেন। পর্যাক্রমে বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান, সামজিক সংগঠন, সাংবাদিক সংগঠন এবং জনসাধারণ শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

মঙ্গলবার সকাল ৭টা ৩০ মিনিটে প্রভাত ফেরির মাধ্যমে দিবসের দ্বিতীয় কর্মসূচি শুরু করা হয়। কলারোয়া উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং সর্বস্তরের জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত প্রভাত ফেরিতে নেতৃত্ব দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার রায়। পরে উপজেলা চত্বরে আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

বিডি-প্রতিদিন/২১ ফেব্রুয়ারি, ২০১৭/মাহবুব

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর