২১ ফেব্রুয়ারি, ২০১৭ ১৮:৩১

মাগুরায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

মাগুরা প্রতিনিধি

মাগুরায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

যথাযোগ্য মর্যাদায় মাগুরায় শহীদ দিবস ও আন্তর্জাতিক  মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠনসহ স্কুল-কলেজ নানা কর্মসূচি গ্রহণ করে। এসব কর্মসূচির মধ্যে ছিল প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ, সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিত, ভোরে প্রভাত ফেরি, শিশুদের সুন্দর  হাতের লেখা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা।

সোমবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে মাগুরা কেন্দ্রীয় শহীদ মিনার সরকারি কলেজে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা আওয়ামীলীগ, মাগুরা পৌরসভা, স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগ, যুবলীগ, জেলা জাতীয় পার্টি, মাগুরা প্রেসক্লাব, জেলা আইনজীবী  সমিতি, বিভিন্ন সরকারি অফিস, শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক বিভিন্ন সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে।

এছাড়া ১৮ ফেব্রুয়ারি থেকে শহরের আতর আলী গণগ্রন্থাগারে একুশে বই মেলা শুরু হয়েছে। প্রতিদিন বই মেলা চত্বরে চলচ্চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হচ্ছে।

বিডি-প্রতিদিন/২১ ফেব্রুয়ারি, ২০১৭/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর