২১ ফেব্রুয়ারি, ২০১৭ ১৯:২১

চৌদ্দগ্রামে শহীদ মিনারে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ ১

মো. এমদাদ উল্যাহ, চৌদ্দগ্রাম:

চৌদ্দগ্রামে শহীদ মিনারে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ ১

কুমিল্লার চৌদ্দগ্রামে শহীদ মিনারে ছবি তোলাকে কেন্দ্র করে আজ সকালে দুই গ্রুপের সংঘর্ষে মাইন উদ্দিন (২৪) নামের এক যুবক গুলিবিদ্ধ হয়েছে। সে উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের মেষতলী গ্রামের পেয়ার আহম্মদের ছেলে। এ ঘটনায় আহত হয়েছে খোরশেদ আলম নামের আরেক যুবক। এরমধ্যে গুলিবিদ্ধ মাইন উদ্দিনকে চৌদ্দগ্রাম সরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে কুমিল্লার হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 

স্থানীয় সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার সকালে মুন্সিরহাট বাজারস্থ বালিকা উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারে ফুল দেয়ার ছবি তোলাকে কেন্দ্র করে ফয়সাল ও খোরশেদের কর্মীদের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে ফয়সাল তার সাথে থাকা পিস্তল বের করে কয়েক রাউন্ড গুলি করলে মাইন উদ্দিন ডান পায়ের উরুতে গুলিবিদ্ধ হয়। এ সময় ফয়সালের সাথে থাকা যুবকরা খোরশেদকে কিলগুষি মেরে আহত করে।
 
স্থানীয় ইউপি চেয়ারম্যান মাহফুজ আলম বলেন, গোলাগুলির ঘটনা শুনিনি। তবে ছবি তোলাকে কেন্দ্র করে হালকা হাতাহাতির খবর শুনেছি। এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানার ওসি আবুল ফয়সল জানান, গুলির ঘটনা জানা নেই। তবে খোঁজ নিয়ে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে। 

বিডি প্রতিদিন/মজুমদার

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর