২১ ফেব্রুয়ারি, ২০১৭ ১৯:৩৭

রোহিঙ্গাদের মুখে নির্যাতনের কথা শুনলেন জাতিসংঘের বিশেষ দূত

এস. আজাদ (উখিয়া),কক্সবাজার

রোহিঙ্গাদের মুখে নির্যাতনের কথা শুনলেন জাতিসংঘের বিশেষ দূত

মিয়ানমার থেকে সদ্য অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের অবস্থা জানতে উখিয়ার বালুখালী রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ দূত ইয়াংহি লি।

মঙ্গলবার দুপর একটা থেকে বিকাল ৩টা ৪৫ মিনিট পর্যন্ত রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন এ বিশেষ দূত। এ সময় তাকে মিয়ানমারে নির্যাতনের শিকার হওয়া রোহিঙ্গাদের অবস্থা ও পরিস্থিতি সম্পর্কে জানান ক্যাম্পের মাঝি লালু ও ছাবের।

এছাড়া ও অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের সঙ্গে ২ ঘণ্টাব্যাপী বৈঠক ও মিয়ানমার থেকে পালিয়ে আসার বিষয়ে রোহিঙ্গাদের লোমহর্ষক কাহিনী শুনতে চান বিশেষ দূত। জবাবে রোহিঙ্গারা বিশেষ দূতকে মিয়ানমার সরকারের সামরিক জান্তা ও রাখাইন সন্ত্রাসীদের নির্যাতন, নিরীহ মানুষকে ধরে নিয়ে গণহারে হত্যা, নারীদের ধর্ষণ ও ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়ার কথা জানান।

এ সময় জাতিসংঘের বিশেষ দূতের সাথে ছিলেন জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও  এনজিও সংস্থা আইওএম, ইউএনএইচসি আরের কর্মকর্তারা।

এর আগে জাতিসংঘের বিশেষদূত সোমবার বাংলাদেশের পৌছে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সাথে রাষ্ট্রীয় অতিথি ভবনে রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।


বিডি-প্রতিদিন/২১ ফেব্রুয়ারি, ২০১৭/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর