২১ ফেব্রুয়ারি, ২০১৭ ২১:০৯

লক্ষ্মীপুরে সপ্তাহব্যাপী একুশে বই মেলা শুরু

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরে সপ্তাহব্যাপী একুশে বই মেলা শুরু

লক্ষ্মীপুরে আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শুরু হয়েছে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত একুশে বই মেলা। মঙ্গলবার বিকেলে ৭ দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন সংসদ সদস্য এ কে এম শাহজান কামাল।

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আনুষ্ঠানিক ভাবে বেলুন উড়িয়ে এ মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ শরিফুল ইসলাম, পৌর মেয়র আবু তাহের, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু, বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাহের আহমদ প্রমুখ। 

আলোচনা সভা শেষে অতিথিরা “শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০১৭” উদযাপন উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ৩টি ইভেন্টে বিজয়ী ১৫ জনকে পুরষ্কৃত করেন। এর আগে শিশু একাডেমী ও শিল্পকলা একাডেমীর উদ্যোগে সকালে জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে দেড় শতাধিক শিক্ষার্থী প্রতিযোগীতায় অংশ নেন। শেষে অতিথিবৃন্দ মেলার স্টলগুলো পরিদর্শন করেন। মেলায় বিভিন্ন বইয়ের সমাহার নিয়ে স্থানীয় কয়েকটি লাইব্রেরীসহ ৮০টি স্টল বসে। আগামী ২৮ ফেব্রুয়ারী মেলা শেষ হবে।

 

বিডি প্রতিদিন/২১ ফেব্রুয়ারি ২০১৭/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর