২২ ফেব্রুয়ারি, ২০১৭ ১২:৩২

টাঙ্গাইলে মহাসড়ক ছেড়ে যাত্রীবাহী বাস দোকানে, আহত ১৫

টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলে মহাসড়ক ছেড়ে যাত্রীবাহী বাস দোকানে, আহত ১৫

টাঙ্গাইলের মির্জাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহি বাস মহাসড়ক ছেড়ে দোকান ঘরে ঢুকে গেছে। এতে ওষুধের দোকানসহ তিনটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনায় ব্যবসায়ীরা প্রাণে রক্ষা পেলেও আহত হয়েছেন বাসের কমপক্ষে ১৫ যাত্রী।

বুধবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার ক্যাডেট কলেজের পূর্ব পাশ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী, পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানান, জামালপুর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী ঢাকাগামী একটি বাস মহাসড়কের ওই স্থানে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে পাশের ফার্মেসি ও দুইটি মুদি দোকানে ঢুকে পড়ে। এ ঘটনায় হাফসা ফার্মেসির মালিক মুক্তার হোসেন, মুদি ব্যবসায়ী সিরাজ ও মোস্তফা ভূইয়া সুস্থ থাকলেও তাদের দোকানের প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা জানান। 

পরে হাইওয়ে পুলিশ ও মির্জাপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করেন। দুর্ঘটনার খবর পেয়ে মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত সাদমীন কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের খোঁজ খবর নেন। 

 

বিডি প্রতিদিন/২২ ফেব্রুয়ারি ২০১৭/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর