শিরোনাম
২২ ফেব্রুয়ারি, ২০১৭ ১৯:০৮

পদ না পেয়ে বিক্ষোভ, সড়ক অবরোধ আ'লীগ নেতাকর্মীর

নোয়াখালী প্রতিনিধি:

পদ না পেয়ে বিক্ষোভ, সড়ক অবরোধ আ'লীগ নেতাকর্মীর

নোয়াখালীর সেনবাগে উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির বিরোধীতা করে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও সড়ক অবরোধ করেছে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অংগ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় অন্তত ১৫ টি ককটেলের বিস্ফোরণ ঘটায় বিক্ষোভকারীরা। বিকেল সাড়ে ৩টার দিকে নোয়াখালী-ঢাকা ও নোয়াখালী-চট্রগ্রাম সড়কের তিনটি স্থানে অবরোধ শুরু হয়। এ সময় সড়কের উভয় পাশে শতশত যানবাহন আটকা পড়ে।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, আজ সকালে জেলা আওয়ামী লীগ স্বাক্ষরিত সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটি ঘোষণা করা হয়। এ কমিটিতে দলের ত্যাগী নেতা-কর্মীদের রাখা হয়নি। এটা একটা পকেট কমিটি। আমরা এই পকেট কমিটি বাতিল করে ত্যাগী নেতা-কর্মীদের নিয়ে নতুন করে কমিটি গঠন করতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের হস্তক্ষেপ কামনা করছি।
 
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হারুনুর রশিদ জানান, অবরোধকারীদের সঙ্গে আলোচনা করা হচ্ছে, অল্প কিছুক্ষণের মধ্যে যান চলাচর স্বাভাবিক হবে।


বিডি-প্রতিদিন/এস আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর