২২ ফেব্রুয়ারি, ২০১৭ ২১:২৭

বিক্রির শীর্ষে জাকিরের 'আন্দোলন সংগ্রামে বাংলাদেশ ছাত্রলীগ'

নিজস্ব প্রতিবেদক

বিক্রির শীর্ষে জাকিরের 'আন্দোলন সংগ্রামে বাংলাদেশ ছাত্রলীগ'

অমর একুশে গ্রন্থমলোর ২২তম দিন আজ। আর মাত্র কয়েকদিনের মধ্যেই ভাঙ্গছে বাঙালির প্রাণের এই মেলার। বইমেলা এখনও অনেক জমজমাট। মেলা শেষের দিন যতই ঘনিয়ে আসছে ততই দেশেরে নানা প্রান্ত থেকে আগ্রহী পাঠক স্টল ঘুরে ঘুরে বই কিনছেন। প্রতিদিন বিকাল হলইে বইপ্রেমী মানুষরে ঢল নামে মেলায়। বড় পরিসরে বই মেলা হওয়ায় সব বয়সই নারী পুরুষ স্বাচ্ছন্দ্যে বই কিনতে পারছেন।  

জানা গেছে, এবারের বইমেলায় বিক্রির তালিকায় এখন পর্যন্ত এগিয়ে রয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগরে সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন রচতি ‘আন্দোলন সংগ্রামে বাংলাদেশ ছাত্রলীগ’ বইটি। আজ বুধবার স্টলটিতে ঘুরে প্রচণ্ড ভিড় লক্ষ্য করা গেছে। প্রতিদিনই এমন ভিড় লেগে থাকে বলেও বিক্রেতারা জানান।  

অন্বেষা প্রকাশনীর প্রকাশক শাহাদাত হোসাইন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, মেলার শুরু থেকে এখন পর্যন্ত আমরা এস এম জাকির হোসাইনরে রচতি বইটির ১২টি সংস্করণ বের করেছি। বিক্রির শীর্ষে রয়েছে বইটি। পাঠক মহলে বইটির প্রচুর চাহিদা রয়েছে।  

বইটরি রচয়তিা এস এম জারিক হোসাইন জানান, বাংলাদশেরে সকল আন্দোলন সংগ্রামরে সঙ্গে মিশে আছে বাংলাদেশ ছাত্রলীগ। স্বাধীন সার্বভৌম বাংলাদেশ অর্জনের পেছনে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের রয়েছে গভীর আত্মত্যাগরে ইতিহাস। নতুন প্রজন্মের ছাত্রসমাজ যাতে ছাত্রলীগের আত্মত্যাগের সঠিক ইতিহাস জানতে পারে সেই প্রয়াস থেকেই বইটি রচনায় উদ্বুদ্ধ হয়েছি।

উল্লেখ্য, অন্বেষা প্রকাশনী থেকে প্রকাশিত বইটির প্রচ্ছদ শিল্পী ধ্রুব এষ। মূল্য ২০০ টাকা। মেলার প্রথম দিন থেকেই অন্বষো প্রকাশনীর প্যাভলিয়িন-১২ ও ছাত্রলীগরে নিজস্ব স্টল ‘মাতৃভূমিতে বইটি পাওয়া যাচ্ছ বইটি।  

বিডি-প্রতিদিন/২২ ফেব্রুয়ারি, ২০১৭/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর