২৩ ফেব্রুয়ারি, ২০১৭ ১২:৫৩

বাস চালকের যাবজ্জীবনে টাঙ্গাইলে বিক্ষোভ, সমাবেশ

টাঙ্গাইল প্রতিনিধি:

বাস চালকের যাবজ্জীবনে টাঙ্গাইলে বিক্ষোভ, সমাবেশ

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় মিশুক মুনির ও তারেক মাসুদসহ পাঁচজন নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় বাস চালক জামির হোসেনের যাবজ্জীবন কারাদণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে টাঙ্গাইল জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার সময় টাঙ্গাইল নতুন বাস টার্মিনাল থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পুরাতন বাসস্ট্যান্ড হয়ে শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি খন্দকার আহসান হক পিন্টু, সাধারণ সম্পাদক মীর লুৎফর রহমান খান লালজু ও শ্রমিক নেতা ইলিয়াস হোসেন।

সমাবেশে বক্তারা বলেন, পরিবহন আইনে বাস চালক জামির হোসেনের বিচার করতে হবে এবং অবিলম্বে ঐ বাস চালককে মুক্তি না দিলে সারা দেশে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়া হবে বলে হুশিয়ারী দেয়া হয়।

 

বিডি প্রতিদিন/২৩ ফেব্রুয়ারি ২০১৭/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর