Bangladesh Pratidin

ঢাকা, সোমবার, ২৩ অক্টোবর, ২০১৭

ঢাকা, সোমবার, ২৩ অক্টোবর, ২০১৭
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি, ২০১৭ ১৩:০৭ অনলাইন ভার্সন
আপডেট :
নোয়াখালীতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে র‌্যালি
নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে র‌্যালি

নোয়াখালীর জেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে সেবা সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার সকালে জেলা শহর মাইজদী প্রধান সড়ক থেকে শুরু হয়ে এক বিশাল র‌্যালি শহর প্রদক্ষিণ করে।

 

এতে স্থানীয় সরকার বিভাগ নোয়াখালীর উপ-পরিচালক ড. মোহাম্মদ মাহে আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ জিয়াউর রহমানের নেতৃত্বে র‌্যালি শেষে মাইজদী বালিকা বিদ্যানিকেতন স্কুলে শিক্ষার্থীদের পুষ্টি বিষয়ক এক স্কুল পিডিং এর আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগ নোয়াখালীর উপ-পরিচালক ড. মোহাম্মদ মাহে আলম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান,  নিউজ ২৪ এর জেলা প্রতিনিধি আকবর হোসেন সোহাগ, ডা. মোঃ রফিকুল ইসলাম, ও স্কুলের প্রধান শিক্ষক রোকেয়া সুলতানা।  

পরে স্কুলের ১৫০০ শিক্ষার্থীর মাঝে পুষ্টিদায়ক খাবার বিতরণ করা হয়। আগামী ২৭ তারিখ পর্যন্ত এ সেবা সপ্তাহ চলবে।

 

বিডি প্রতিদিন/২৫ ফেব্রুয়ারি ২০১৭/হিমেল

আপনার মন্তব্য

up-arrow