২৫ ফেব্রুয়ারি, ২০১৭ ১৫:৫৮

সুন্দরবন রক্ষায় নীলফামারীতে গণঅবস্থান

নীলফামারী প্রতিনিধি:

সুন্দরবন রক্ষায় নীলফামারীতে গণঅবস্থান

‘সুন্দরবন বাঁচাও, দেশ বাঁচাও’ শ্লোগানে নীলফামারীতে মহাসড়কে গণঅবস্থান কর্মসূচি পালন করেছে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি।
শনিবার দুপুরের দিকে শহরের কালিবাড়ি মোড় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌরঙ্গী মোড়ে অবস্থান কর্মসূচি পালন করে তারা।
এসময় তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির জেলা আহবায়ক শ্রীদাম দাসের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা সিপিবির সভাপতি আতিয়ার রহমান, সিপিবি নেতা স্মরণী বিশ্বাস, প্রিন্স চাকলাদার, তারিণী মোহন অধিকারী, উদাস রায়, জেলা উদীচী শিল্পী গোষ্ঠির সভাপতি আবুল মনসুর ফকির, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি কমল সরকার, সদস্য শম্পা রায় প্রমুখ।
বক্তারা বলেন, বিদ্যুৎ উৎপাদনের বিকল্প অনেক আছে, কিন্তু সুন্দরবনের কোনো বিকল্প নেই। সেই সুন্দরবন ঘিরে রামপাল বিদ্যুৎ কেন্দ্রসহ পরিবেশ বিধ্বংসী বিভিন্ন প্রকল্প ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে সুন্দরবনকে। বাংলাদেশ রক্ষাকারী ওই সুন্দরবন বাঁচাতে পরিবেশ ও বন বিধ্বংসী রামপাল বিদ্যুৎকেন্দ্র বাতিলের দাবি জানান বক্তারা।


বিডি-প্রতিদিন/এস আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর