২৫ ফেব্রুয়ারি, ২০১৭ ১৭:১১

'শিশুরা সুশিক্ষায় শিক্ষিত হলে দেশের দারিদ্র্য হ্রাস পাবে'

'শিশুরা সুশিক্ষায় শিক্ষিত হলে দেশের দারিদ্র্য হ্রাস পাবে'

ফাইল ছবি

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, বাংলাদেশের প্রত্যেকটি শিশু সুশিক্ষায় শিক্ষিত হলে দেশ থেকে দারিদ্র্য হ্রাস পাবে। দারিদ্র্য হ্রাস পেলে দেশ আরও উন্নত হবে। 

আজ শনিবার দুপুরে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়নের গোয়ালীয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

চুমকি বলেন, আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার সব সময় শিক্ষাকে অগ্রাধিকার দিয়েছে। তাই দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে।

বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মো. মাহমুদুর রশিদ টুটুল এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এসময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা নিবার্হী কর্মকর্তা খন্দকার মু. মুশফিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল গনি ভূঁইয়া প্রমুখ। 

অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শেখ ফরিদ। 

বিডি প্রতিদিন/২৫ ফেব্রুয়ারি ২০১৭/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর