শিরোনাম
২৫ ফেব্রুয়ারি, ২০১৭ ১৭:৪৮

পার্বতীপুরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ২০১৭ অনুষ্ঠিত

আব্দুল্লাহ আল মামুন,পার্বতীপুর (দিনাজপুর):

পার্বতীপুরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ২০১৭ অনুষ্ঠিত

দিনাজপুরের পার্বতীপুরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ২০১৭ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ বিভাগের আয়োজনে উপজেলা প্রাণিসম্পদ অফিস হতে  আজ সকাল ১১টায় একটি র‌্যালি বের হয়ে থানা মোড় হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে স্লোগান ছিল, গাভীর মুখে দিলে ঘাস- দুধ পাবেন বারো মাস, হাতের কাছে আছে ডিম- সিদ্ধ করে খেয়ে নিন ইত্যাদি।

র‌্যালি শেষে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ইদ্রীস আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরফদার মাহমুদুর রহমান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন, উপজেলা পাণিসম্পদ ভেটেনারী সার্জন ডা. আসাদুজামান, ভেটেনারী ফিল্ড এসিট্যান্ট খলিলুর রহমান, ব্রীজ ফার্মাসিটিক্যাল লিমিটেডের পার্বতীপুর প্রতিনিধি আহসানুল কবির ও পার্বতীপুর দুগ্ধ খামার সমিতির সভাপতি আকতার হোসেন প্রমুখ। 

বিডি প্রতিদিন/মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর