Bangladesh Pratidin

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি, ২০১৭ ১০:৪৮ অনলাইন ভার্সন
মেহেরপুরে হেরোইন ও গাঁজাসহ আটক ৫
অনলাইন ডেস্ক
মেহেরপুরে হেরোইন ও গাঁজাসহ আটক ৫

মেহেরপুর সদর উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশের যৌথ অভিযানে হেরোইন ও গাঁজাসহ দুই মাদক বিক্রেতা এবং তিন আসামিকে আটক করা হয়েছে।

শনিবার দিবাগত রাত থেকে রবিবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

মেহেরপুর পুলিশ সুপারের গোপনীয় শাখা সূত্র জানায়, মোমিনপুর গ্রামের খন্দকার সিরাজুল ইসলামের ছেলে আলাউদ্দীন ওরফে শফিকুল ইসলামকে এক গ্রাম হেরোইনসহ এবং মুজিবনগর উপজেলার গোপালপুর গ্রামের মৃত কয়েন শাহ’র ছেলে ইরাতুল ওরফে হ্যাবাকে একশ’ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। এছাড়া পুলিশ গ্রেফতারি পরোয়ানাভুক্ত তিন আসামিকে আটক করেছে।

সকালে অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবীব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "আটককৃতদের আদালতের নেয়ার প্রস্তুতি চলছে।"


বিডি-প্রতিদিন/ ২৬ ফেব্রুয়ারি, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-৯

আপনার মন্তব্য

এই পাতার আরো খবর
up-arrow