২৬ ফেব্রুয়ারি, ২০১৭ ১৩:১৬

সাতক্ষীরায় আট রুটে চলছে পরিবহন চলাচল ধর্মঘট

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় আট রুটে চলছে পরিবহন চলাচল ধর্মঘট

খুলনা বিভাগের ১০ জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের অংশ হিসেবে সাতক্ষীরায়ও সকাল থেকে পরিবহন ধর্মঘট চলছে। এদিকে পরিবহন ধর্মঘটে বিপাকে পড়েছে দূর-দূরান্ত থেকে আসা যাত্রীরা। অচল হয়ে পড়েছে ভোমরা স্থল বন্দর।

ভোর থেকে সাতক্ষীরা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে কোনো পরিবহন ছেড়ে যেতে দেখা যায়নি। ফলে সকাল থেকে সাতক্ষীরার আটটি রুটে মিনিবাস ও দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। ফলে বিপাকে পড়েছে সাধারণ মানুষ।

ফেডারেশনের সহকারি যুগ্ম সম্পাদক শাহিনুর রহমান জানান, বাসচালক জামির হোসেনের যাবজ্জীবন কারাদণ্ডের প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবীতে অনির্দিষ্টকালের জন্য শ্রমিক ফেডারেশন এ ধর্মঘটের ডাক দিয়েছে। বাস, মিনিবাস, দূরপাল্লার বাস ও সকল প্রকার পণ্যবাহী ট্রাক-পিকআপ এ ধর্মঘটের আওতায় রয়েছে।

বেপরোয়া গতিতে বাস চালিয়ে চলচ্চিত্র ব্যক্তিত্ব তারেক মাসুদ, সাংবাদিক মিশুক মুনীরসহ পাঁচজনকে হত্যার দায়ে বাসচালক জামির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন মানিকগঞ্জের অতিরিক্ত দায়রা জজ আল-মাহমুদ ফায়জুল কবীর। এর প্রতিবাদে পরিবহন ধর্মঘটের ডাক দেয় শ্রমিক ফেডারেশন।

 

বিডি প্রতিদিন/২৬ ফেব্রুয়ারি, ২০১৭/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর