২৬ ফেব্রুয়ারি, ২০১৭ ১৪:২১

টাঙ্গাইলে চলছে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল

টাঙ্গাইলে চলছে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ

'নিরাপদ প্রাণিজ আমিষের প্রতিশ্রুতি, সুস্থ সবল মেধাবী জাতি' এই শ্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের জাতীয় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ শুরু হয়েছে। এ উপলক্ষে রবিবার বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রবিবার সকালে জেলা প্রাণিসম্পদ দফতর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে জেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন এমপি।

জেলা প্রাণিসম্পদ অফিসার এসএম আউয়াল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন মনোয়ারা বেগম এমপি ও টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের সহকারি পরিচালক আবুল মনসুর আহম্মেদ।

প্রাণিসম্পদ সেবা সপ্তাহ চলবে ২৭ ফেব্রয়ারি পর্যন্ত। এতে জেলার পাঁচ খামারি, কৃষকসহ বিভিন্ন পেশার মানুষ অংশ নেয়।

 

বিডি প্রতিদিন/২৬ ফেব্রুয়ারি, ২০১৭/ফারজানা 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর