২৬ ফেব্রুয়ারি, ২০১৭ ১৫:২৯

পরিবহন ধর্মঘটে অচল ঝিনাইদহ

ঝিনাইদহ প্রতিনিধি:

পরিবহন ধর্মঘটে অচল ঝিনাইদহ

শ্রমিক এক্য পরিষদের ডাকে ৩ দফা দাবিতে ঝিনাইদহ সহ খুলনা বিভাগের ১০ জেলায় ৪৮ ঘণ্টা পরিবহন ধর্মঘট চলছে। ফলে ঝিনাইদহ জেলার উপর দিয়ে যাওয়া যাত্রীরা নান দুর্ভোগের শিকার হচ্ছেন।

আজ ঝিনাইদহ বাস টারমিনাল থেকে কোনো রুটে বাস চলাচল করেনি। বৃহৎতর রাজধানীর সাথে খুলনা বিভাগের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোন পদক্ষেপ নেয়া হয়নি। ধর্মঘটের আওতায় বাস, ট্রাক ট্যাংলরি, কাভার্ড ভ্যানসহ সকল প্রকার যাত্রীবাহী ও পণ্যবাহী যানবাহন রয়েছে।

শ্রমিকদের ৩ দফা দাবির মধ্যে রয়েছে, সড়ক দুর্ঘটনায় মাসুদ ও মিশুকসহ ৫ জন নিহতের ব্যাপারে দায়েরকৃত মামলা সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে বিচার কাজ শেষ করা, নিহতদের পরিবারের পক্ষ থেকে ক্ষতি পুরণ চেয়ে দায়ের করা মামলা প্রত্যাহার করা। এই মামলায় ৭ কোটি ৭৬ লাখ ২৫ হাজার টাকা ক্ষতিপুরণ দাবি করা হয়েছে। মামলা দু’টি বর্তমানে হাই কোর্টে বিচারাধীন। এছাড়া গ্রিন লাইন পরিবহনের নামে সিলেট জেলা ও দায়রা জজ আদালতে দায়ের করা মামলাটি প্রত্যাহার করা।


বিডি প্রতিদিন/২৬ ফেব্রুয়ারি ২০১৭/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর