শিরোনাম
২৬ ফেব্রুয়ারি, ২০১৭ ১৫:৪৩

ভেঙে ফেলা হচ্ছে এমপিপুত্রের তোলা পাইকগাছার সেই দেয়াল

অনলাইন ডেস্ক

ভেঙে ফেলা হচ্ছে এমপিপুত্রের তোলা পাইকগাছার সেই দেয়াল

ফাইল ছবি

খুলনার পাইকগাছায় একটি বাড়ির চলাচলের রাস্তা অবরুদ্ধ করে রাখা সেই দেয়াল রবিবার ভাঙতে শুরু করেছে স্থানীয় প্রশাসন। বাড়ি থেকে চলাচলের দুই দিকেই এখন দেয়াল ভেঙে চলাচলের পথ উন্মুক্ত করে দেয়া হয়েছে। 

ক্ষমতাসীন আওয়ামী লীগের এক এমপির ছেলে পাঁচিল তুলে ওই পরিবারকে উচ্ছেদ করে জমি দখলের চেষ্টা করছেন সম্প্রতি অভিযোগ উঠে। দেয়াল তোলার কারণে পাইকগাছা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল আজিজ গোলদারের পরিবার এক প্রকার অবরুদ্ধ ছিলেন। তাদের চলাচল করতে হতো দেয়ালের নিচে গর্ত খুঁড়ে বা মই দিয়ে। এ জন্য স্থানীয় সংসদ সদস্যের সঙ্গে তাদের পাল্টাপাল্টি মামলাও হয়।

আজিজের ছেলে আসাদুল ইসলাম জানান, রবিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা এসে দেয়াল ভাঙার নির্দেশ দেন। পাইকগাছার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফকরুল হাসান জানান, তারা এসে আজিজের দলিলপত্র দেখেছেন এবং বিরোধীপক্ষের বক্তব্যও শুনেছেন। এরপর দেয়াল ভাঙার সিদ্ধান্ত নেন। পুরো দেয়ালটিই ভেঙে ফেলা হবে। 

সূত্র : বিবিসি বাংলা

বিডি প্রতিদিন/২৬ ফেব্রুয়ারি, ২০১৭/ফারজানা 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর