২৬ ফেব্রুয়ারি, ২০১৭ ১৭:৪৬

দিনাজপুর সীমান্তে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক ২

দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুর সীমান্তে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক ২

দিনাজপুর বিরামপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অভিযোগে ওলি আহম্মেদ (৩২) এবং রনি আহম্মেদ (২৮) নামের দুই যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

ওলি আহম্মেদ ফুলবাড়ি উপজেলার নিমতলা মোড়ের আব্দুল খালেক মিয়ার ছেলে এবং রনি আহম্মেদ নবাবগঞ্জ উপজেলার ভাগালপুর (জয়পুর) এলাকার মোঃ নুরুল হুদার ছেলে।

শনিবার দিবাগত গভীর রাতে বিরামপুরের বাসুপাড়া (গোবিন্দপুর) সীমান্ত এলাকা হতে তাদের আটক করা হয়।

ঘাসুড়িয়ার ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার ইসমাঈল হোসেন জানান, শনিবার গভীর রাতে দুই যুবক বিরামপুরের ঘাসুড়িয়া সীমান্তের ২৮৯/২২এস মেইন পিলার দিয়ে ভারতে প্রবেশকালে তাদেরকে আটক করা হয়।

২৯ বিজিবির আধিনায়ক লেঃ কর্ণেল কোরবান আলী দুই যুবককে আটকের ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তাদেরকে বিরামপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে বিরামপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। 


বিডি প্রতিদিন/২৬ ফেব্রুয়ারি ২০১৭/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর