২৬ ফেব্রুয়ারি, ২০১৭ ১৮:০০

মোরেলগঞ্জে উপ-নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করার নির্দেশ হাইকোর্টের

মশিউর রহমান মাসুম, মোরেলগঞ্জ:

মোরেলগঞ্জে উপ-নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করার নির্দেশ হাইকোর্টের

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে সকল প্রার্থীর জন্য সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ রবিবার বেলা সাড়ে ৩টায় বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও জেবিএম হাসানের যৌথ বেঞ্চ প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্ট সকলের প্রতি এ আদেশ দেন।

আগামী ৬মার্চ মোরেলগঞ্জে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবার কথা। বিএনপির প্রার্থী মো. বদিউজ্জামান খান নির্বাচনী মাঠে স্বাভাবিকভাবে কাজ করতে না পারায় গত ১৪ ফেব্রুয়ারি হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন। এর প্রেক্ষিতে আদালত উভয়ের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি ও অবাধ, সুষ্ঠু, সুন্দর পরিবেশে ভোট দানের ব্যবস্থা করার নির্দেশ দেন।

বাগেরহাট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আলী রেজা বাবু ও নির্বাচন সমন্বয়কারি বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন এ তথ্য নিশ্চিত করেছেন।


বিডি-প্রতিদিন/এস আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর