শিরোনাম
২৬ ফেব্রুয়ারি, ২০১৭ ১৮:১৩

রাজাকারদের তালিকা প্রকাশের দাবিতে জলঢাকায় মানববন্ধন

নীলফামারী প্রতিনিধি

রাজাকারদের তালিকা প্রকাশের দাবিতে জলঢাকায় মানববন্ধন

নীলফামারীর জলঢাকায় স্বাধীনতা বিরোধী ও স্থানীয় রাজাকারদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে স্বাধীনতা স্বপক্ষের বেশ কয়েকটি সংগঠন।

রবিবার বেলা সাড়ে ১১টার দিকে জলঢাকা জিরোপয়েন্ট মোড়ে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড জলঢাকা উপজেলার উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে আওয়ামী লীগ, জাসদ, যুব লীগ, শ্রমিক লীগ, বঙ্গবন্ধু পরিষদ,সেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, হিন্দু- বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদসহ বেশ কয়েকটি পেশাজীবী সংগঠনসহ সহস্রাধিক মানুষ অংশ গ্রহণ করেন।

দুই ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে সেখানে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহবায়ক আসাদুজ্জামান স্টালিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদেও ডিপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আবুল হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাংগঠনিক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, জেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান জুয়েল, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম মিতু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, উপজেলা যুবলীগের আহবায়ক সারোয়ার হোসেন সাদের, উপজেলা জাসদ ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসেন সোহাগ, উপজেলা শ্রমিক লীগের সভাপতি জসির উদ্দিন, স্কুল শিক্ষকদের পক্ষে  শিক্ষক মর্তুজা ইসলাম প্রমুখ।

বিডি-প্রতিদিন/২৬ ফেব্রুয়ারি, ২০১৭/মাহবুব
 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর