২৬ ফেব্রুয়ারি, ২০১৭ ২০:২০

নেত্রকোনায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করায় ফার্মেসিকে আল্টিমেটাম

নেত্রকোনা প্রতিনিধি:

নেত্রকোনায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করায় ফার্মেসিকে আল্টিমেটাম

নেত্রকোনা শহরের প্রাণকেন্দ্র ছোটবাজার এলাকায় চিত্রা ফার্মেসীর বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ ও অখ্যাত কোম্পানির ওষুধ এবং নেশাজাতীয় ইঞ্জেকশন ও ট্যাবলেট বিক্রির অভিযোগে অভিযান চালিয়েছে তিন সদস্যের মেডিকেল টিম। তাৎক্ষণিক অভিযোগের প্রমাণ পাওয়ায় বৈধ সকল কাগজপত্রসহ মেয়াদোত্তীর্ণ ওষুধ ৭২ ঘন্টার মধ্যে সিভিল সার্জন দপ্তরে জমা দেওয়ার নির্দেশ প্রদান করেন অভিযানকারী দল। রবিবার বিকালে অভিযান পরিচালনা করেন জেলার সিভিল সার্জন।

জেলা সিভিল সার্জন ডা. আব্দুল গণির নেতৃত্বে সিনিয়র কনসালটেন্ট (শিশু) ডা. নজরুল ইসলাম ফকির ও ঔষধ তত্ত্বাবধায়ক মাসুদুজ্জামান খান অভিযানে অংশ নেন।
 
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে চিত্রা মেডিকেলসহ শহরের বিভিন্ন ফার্মেসিতে অবাধে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও মাদকসেবীদের কাছে নেশা জাতীয় ইনজেকশন ও ট্যাবলেট বিক্রি হচ্ছিল। রোগীদের অভিযোগের প্রেক্ষিতেই রবিবার বিকালে মেডিকেল টিম স্থানীয় ছোটবাজরস্থ চিত্রা মেডিকেল হলে অভিযান চালায়।


বিডি-প্রতিদিন/এস আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর