২৭ ফেব্রুয়ারি, ২০১৭ ১০:৩৬

মাদারীপুরেও চলছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

অনলাইন ডেস্ক

মাদারীপুরেও চলছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

খুলনা বিভাগের সঙ্গে একাত্মতা প্রকাশ করে মাদারীপুরেও সোমবার ভোর ৬টা থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে। 

রবিবার সন্ধ্যায় জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন কার্যালয় থেকে ধর্মঘটের ডাক দেয়া হয়। পরে রাত সাড়ে ৯টার দিকে মাইকিং করে ধর্মঘট পালনের আহ্বান জানানো হয়।

মাদারীপুর পরিবহন শ্রমিক ইউনিয়নের সহসভাপতি ফাইজুল শরিফ বলেন, খুলনা বিভাগে ধর্মঘট পালন হচ্ছে। তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে মাদারীপুর শ্রমিক ইউনিয়নও অনির্দিষ্টকালের এ পরিবহন ধর্মঘট পালন করবে। সড়ক দুর্ঘটনায় কেউ নিহত হলে তাকে যাবজ্জীবন সাজা দেয়ার কোনো বিধান নেই। তাই আমরা বাস-ট্রাকসহ চার চাকার সব যান চলাচল বন্ধ রাখব। ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স, সরকারি গাড়ি ব্যতীত কোনো চার চাকার যান চলাচল করতে পারবে না। 

২০১১ সালের ১৩ আগস্ট ঢাকা-মানিকগঞ্জে বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে চলচ্চিত্রকার তারেক মাসুদ ও গণমাধ্যম ব্যক্তিত্ব মিশুক মুনীরসহ পাঁচজন নিহত হন। এ ঘটনায় দায়ের করা মামলায় গত বুধবার মানিকগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত চালক জামির হোসেনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন।

বিডি প্রতিদিন/২৭ ফেব্রুয়ারি, ২০১৭/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর