২৭ ফেব্রুয়ারি, ২০১৭ ১০:৪৭

পরিবহন ধর্মঘটে চাপ বেড়েছে ট্রেন ও বিমানে

নিজস্ব প্রতিবেদক, যশোর

পরিবহন ধর্মঘটে চাপ বেড়েছে ট্রেন ও বিমানে

দ্বিতীয় দিনের মতো সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ডাকে খুলনা বিভাগের ১০ জেলায় পরিবহন ধর্মঘট চলছে। এতে যাত্রী ভোগন্তি চরমে উঠেছে। অনেকেই তাই ঝুঁকি নিয়ে নসিমন, করিমনের মতো ছোট ছোট যানবাহনে দূরপাল্লার পথে রওনা হচ্ছেন। তবে বেশিরভাগ যাত্রীই ট্রেনমুখী হওয়ায় ট্রেনে যাত্রী চাপ বেড়ে গেছে কয়েকগুণ। আকাশপথেও যাত্রীচাপ বেড়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে কোন ফ্লাইটেই সিট খালি নেই বলে জানিয়েছেন বেসরকারি এয়ারলাইন্সগুলোর কর্মকর্তারা।

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনীর ও  নিহত হওয়ার ঘটনায় সম্প্রতি চুয়াডাঙ্গা ডিলাক্সের বাস চালক জামির হোসেনকে আদালত যাবজ্জীবন কারাদণ্ড দেন। এ ঘটনায় প্রতিবাদে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের খুলনা বিভাগীয় আঞ্চলিক কমিটি খুলনা বিভাগের ১০ জেলায় অনির্দিষ্টকালের ধর্মঘট কর্মসূচির ডাক দেয়।


বিডি-প্রতিদিন/২৭ ফেব্রুয়ারি, ২০১৭/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর